01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
আশরাফুল ইসলাম জীবন লেখক, উদ্যোক্তা, ট্রেইনার ও হিউম্যান কোচ ব্যক্তিজীবনে তিনি স্বপ্নবাজ, সুখী এবং সমৃদ্ধ। তিনি স্বপ্ন দেখেন—সমাজের পিছিয়ে থাকা, হেরে যাওয়া, প্রতারিত হওয়া, আপনজন থেকে কষ্ট পাওয়া, ব্যবসা কিংবা ব্যক্তিজীবনে ঠকে যাওয়া এবং সুবিধাবঞ্চিত স্বপ্নবাজদের সাফল্যের সূত্র শিখিয়ে সফল হওয়ার পথ প্রদর্শন করবেন। সেই চাওয়া থেকেই ২০২০ সালের পহেলা নভেম্বর শুরু করেন ‘স্বপ্নিল’ নামের একটি প্রতিষ্ঠান। তার লক্ষ্য, আগামী দশ বছরের মধ্যে অন্তত দশ হাজার মানুষকে তিনি এডুকেশন, বিজনেস, সাকসেস এবং হ্যাপিনেসের প্রশিক্ষণ দিয়ে তাদের—টাকা, সম্মান এবং খ্যাতি অর্জনে সহযোগিতা করবেন। তিনি মনে করেন—মানুষের D.N.A ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনার মতো প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাও ভিন্ন এবং অনন্য। সেই প্রতিভাকে কাজে লাগিয়ে যেকোনো মানুষ সফল হতে পারে। তৈরি করতে পারে নিজের একটা শক্তপোক্ত আইডেন্টিটি। মানুষ ভালোবেসে তার প্রশিক্ষণে মুগ্ধ হয়ে তাকে ‘কথার জাদুকর’ উপাধিতে ভূষিত করেছে। তিনিও তাদের এই ভালোবাসা সাদরে গ্রহণ করে নিজেকে ‘কথার জাদুকর’ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। দশ লক্ষ মানুষকে কথার জাদুকর হওয়ার প্রশিক্ষণ দিয়ে, মানুষের কমিউনিকেশন এবং লিডারশিপ দক্ষতাকে কাজে লাগিয়ে পৃথিবীতে মানবতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমৃত্যু কাজ করে যেতে চান। বৈষম্যমুক্ত, সুন্দর ও সমৃদ্ধ পৃথিবী গড়ার স্বপ্ন দেখেন আশরাফুল ইসলাম জীবন।
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books