01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate

জন্ম চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে; ১৯৫১ সালের ১ জুলাই। মীরসরাই আবু তোরাব উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ও নিজামপুর কলেজে নিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার মাধ্যমে ছাত্রজীবনের ইতি টানেন। কর্মজীবনে তিনি ছিলেন বোয়ালখালী এস.আই. ডিগ্রি কলেজের ইংরেজির অধ্যাপক। ২০১১ সালে অবসর গ্রহণ করেন অধ্যাপনা থেকে। বর্তমানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। গবেষক, দাঈ ও বক্তা হিসেবে দেশে-বিদেশে অধ্যাপক মফিজুর রহমান সুপরিচিত। চট্টগ্রাম মহানগরীর বায়তুল মামুর জামে মসজিদে দীর্ঘ একযুগ খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। লেখক হিসেবেও তিনি অর্জন করেছেন পাঠকপ্রিয়তা। কুরআনের আয়নায় বিম্বিত রাসূল সা., রাসূলুল্লাহর সাথে রোমাঞ্চকর একদিন, সাহাবায়ে কিরাম আমাদের প্রেরণা, দাওয়াতে দ্বীন, কালের শপথ, উম্মুল কুরআন (সূরা ফাতিহার তাফসির), দারসুল কুরআন (১, ২, ৩), জান্নাত লাভে ধন্য যারা (দারসুল হাদিস) ইত্যাদি অধ্যাপক মফিজুর রহমানের পাঠকপ্রিয় বই।
Showing 1 to 2 of 2 books