01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
জন্মসূত্রে বাংলাদেশী হলেও বাবার চাকরিসূত্রে ছোটবেলা থেকেই বসবাস করছেন লিবিয়াতে। পড়াশোনা সেখানকার বাংলাদেশী স্কুলে, পরবর্তীতে সিরত ইউনিভার্সিটিতে। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু সবসময়ই পছন্দ করেছেন নিজে নতুন কিছু জেনে অন্যদের তা জানাতে। তাঁর শখও কেবল একাডেমিক বিষয়াদির মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছড়িয়ে আছে ইতিহাস, আন্তর্জাতিক রাজনীতি, তথ্যপ্রযুক্তির মতো নানাবিধ ক্ষেত্র জুড়ে। ২০১১ সাল থেকে শুরু হওয়া লিবিয়ার গৃহযুদ্ধ দেখেছেন খুব কাছ থেকে, হয়েছেন এর ভয়াবহতার শিকারও। এসব বিষয় তাঁর মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ফলশ্রুতিতে তাঁর লেখালেখিতে প্রায় সময়ই উঠে এসেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ইতিহাসের কথা। নিয়মিত লেখালেখি করছেন সোশ্যাল মিডিয়ায় নিজের একাউন্টে, অনলাইন মিডিয়া রোর বাংলায়, এবং দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকাগুলোতে। ‘প্রেসিডেন্ট মুরসি’ শিরোনামের এক সংকলন বইয়ে স্থান পেয়েছে তাঁর দুটি লেখা। সামনের দিনগুলোতে ইতিহাস ও রাজনীতির চমকপ্রদ সব বিষয় নিয়েই লেখালেখির ইচ্ছে গুণী এই তরুণ লেখকের, ইচ্ছে নিজের অর্জিত জ্ঞানকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার।
Showing 1 to 1 of 1 books
Showing 1 to 1 of 1 books