01712345678
example@gmail.com
Track Your Order
Become an affiliate
মো. জুন্নুরাইন খান বাংলাদেশের একজন জনপ্রিয় জীববিজ্ঞানের শিক্ষক। তিনি তার ইউটিউব চ্যানেল '@JunnurainKhan'-এ নিয়মিত শিক্ষামূলক ভিডিও/ক্লাস আপলোড করে থাকেন। তিনি ১৯৯৭ সালের ১০ই সেপ্টেম্বর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি খানপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর থানার কুলকান্দী ইউনিয়নে। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জিল বাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয় থেকে SSC, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে HSC এবং ঢাকা কলেজ থেকে অনার্স শেষ করেন। ক্লাস নেওয়ার পাশাপাশি লেখালেখি করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন।
Showing 1 to 2 of 2 books